কনিষ্ঠ সম্বন্ধে:
কনিষ্ঠ ২০২০ সালের ১লা মে থেকে সোশ্যাল মিডিয়া পেজ হিসেবে লেখক এবং পাঠক সমাজের উদ্দেশ্যে কাজ করে চলেছে। আপনি যদি আপনার লেখাটিকে কনিষ্ঠ এর ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করাতে চান তবে পাঠিয়ে দিন আপনার অমূল্য সৃষ্টি আমাদের ইমেলে।
আমাদের লক্ষ্য : মাতৃভাষায় সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের শৈল্পিক উন্নতি সাধন।
কনিষ্ঠ অর্থ : কনিষ্ঠ অর্থাৎ ছোট। এটি একটি সংস্কৃত শব্দ। যুবন্ বা অল্প+ইষ্ঠ/।
কনিষ্ঠ নামের সার্থকতা - এই নামটির পিছনে যেমন রয়েছে আনন্দের কলতান তেমনিই ব্রাত্যের অভিমান।
কোনো অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে যেমন কনিষ্ঠ' র একান্ত প্রয়োজন তেমনি বৈপরীত্যের খাতিরে বরিষ্ঠ -দের মাঝে মতামত ব্যক্ত করতে কনিষ্ঠ রা চিরকালীন ব্রাত্য বা তুচ্ছ। শুধু সংসার যাপনই নয় সাহিত্য এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম বিরল। তাই কনিষ্ঠ এর প্রয়াস পাঠক সমাজের কাছে সাহিত্যের মাধ্যমে সমাজের সকল ভালো- মন্দ , বৃহৎ বা তুচ্ছ সকল ঘটনাবলীর প্রতিচ্ছবি তুলে আনা।
কনিষ্ঠতে উপলব্ধ ভাষা - বাংলা , ইংরাজি
কিভাবে লেখা পাঠাবেন - https://konistha.in/-submit-
যোগাযোগের মাধ্যম - ই মেল - editor@konistha.in or mailme2konistha@gmail.com
ফেসবুক - https://www.facebook.com/konistha