লোক দেখানো গণতন্ত্র
POEM কবিতাSOCIAL সামাজিকPOLITICAL রাজনৈতিক


আপনি স্বাধীন নাগরিক, তাই সরকারকে মানতে বাধ্য।
স্বতন্ত্র, স্বতন্ত্র,
স্বাধীন এ গণতন্ত্র।
শুধু মাঝে মধ্যে ফাঁস হয়ে যায় গভীর ষড়যন্ত্র।
আপনার খাদ্য, পোশাক, চলন-বলন সবেতেই-
অল্প প্রতিবন্ধ।
শিক্ষা, জীবিকা 'কোটা'- র কোটরে,
ভবিষ্যত অগোচরে।
নস্-বন্দী , নোটবন্দী --
''অচ্ছে দিন'' !
না কি কোন দুরভিসন্ধি ?
আপনি স্বাধীন নাগরিক,
তাই সরকারকে মানতে বাধ্য।
উন্নয়ন বুঝি চোখে পড়ে না ?
আপনি বেজায় অন্ধ।
আপনারও নাকে লাগছে বুঝি স্বৈরতন্ত্রের গন্ধ ?
আরে নাঃ মশাই,
এ হল লোকদেখানো গণতন্ত্র ॥