ভালোবাসো আজকে

POEM কবিতাSOCIAL সামাজিক

সুমিতা পাল

6/15/20222 min read

ভালবাসবে সকলে আমায় অফুরান।বলতে চেয়েও বলতে পারবে না তারা,বাসতে চেয়েও বাসতে পারবে না ভালো,জল ভরা চোখ, ভীষণ দিশাহারা।

হয়তো একটা সকাল হবে-

যেটা আমার জন্য নয়,

সেদিন সকলে ব্যস্ত থাকবে-

পাশে আমার বিছানায়।

কত শত চোখ অশ্রু সজল,

বলতে চাইবে, 'একবার ফিরে আয়!'-

চেয়েও উঠতে না পারা, আমি অসহায়।

কেটে যাবে যত মান-অভিমান,

ভালবাসবে সকলে আমায় অফুরান।

বলতে চেয়েও বলতে পারবে না তারা,

বাসতে চেয়েও বাসতে পারবে না ভালো,

জল ভরা চোখ, ভীষণ দিশাহারা।

আজ তবে কেন একাকী এ মন?

কি যেন একটা খোঁজে সারাক্ষণ।

বলতে চাইলে আজি বলো তবে,

অনুভূতি গুলো কেন শুধু নীরবে!

সব না পাওয়া ভুলে গিয়ে-

ভালোবাসো আজকেই,

ভালোবাসার মানুষটিকে,

কাল পাশে পাবে কি, না পাবে!

Related Stories