আক্ষেপ আমারও তো হয়

HORROR ভৌতিক

রাণা চ্যাটার্জী

3/5/20222 min read

আক্ষেপ তাই ধাওয়া করে পিছে, জীবন জটিল একথা সত্য, নয় মিছে।

আক্ষেপ আমারও তো হয়,

এই বুঝি গ্রাস করে ভয় !

মনের মাটি আলগা হয়ে ক্ষয়,

ভ্রুকুটি ছুঁড়লে মুখ লুকায় জয়।

দিনে দিনে বাড়তে থাকে দেনা,

হতাশার কম্পনে মন আনমনা।

কাছের মানুষ পাশে কয় জনা!

প্রয়োজনে সত্যিই কেউ থাকে না।

আক্ষেপ তাই ধাওয়া করে পিছে,

জীবন জটিল একথা সত্য, নয় মিছে।

এভাবেই রচিত হয় ইতিহাস যেন,

অবক্ষয়েতে আক্ষেপের শিকড় অম্লান-ও॥

Related Stories