কাঠবেড়ালি
CHILDS LITERATURE শিশু ও কিশোর সাহিত্যPOEM কবিতা


বাকিরাও তো পেয়ারা বেচে
সেগুলো কি পাওনা?
বাকিদের কি আর গন্ধ আছে
যেমন বানায় চায়না।
কাঠবেড়ালি! কাঠবেড়ালি!
পেয়ারা কেনো খাওনা?
খাবো কেমনে বন্ধ যে সব
দিল্লি থেকে চায়না।
রাজা মশায়ের কড়া আদেশ
ফন্দী করছে যারা,
তাদের থেকে কুচ ভি নেহি
বিদায় করো বেয়ারা।
বাকিরাও তো পেয়ারা বেচে
সেগুলো কি পাওনা?
বাকিদের কি আর গন্ধ আছে
যেমন বানায় চায়না।
খেলে এখন বাতাসা খাই
খাই মুড়ি, ভাত- রুটি,
ধানের ক্ষেতে জল ভরা আছে
কৃষকদের সব ছুটি।
লিখছি চিঠি রাজার ঘরে,
খাব পেয়ারা পাত শেষে,
উত্তর এলো "বেয়ারা" তুই
পেয়ারা বন্ধ এই দেশে।
নাম নিলেই পুরে দেব
গারদ- বারুদ জেলখানা,
আমি বাবু ছেড়েই দিলাম
পেয়ারা খাওয়ার বায়না।